লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরে ইসলামপুরে খ্রিস্টানদের অর্থায়নে স্কুল ও হাসপাতাল স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ওলামায়ে কেরাম,সুধী সমাজের ও এলাকাবাসী।
শনিবার(২৩মার্চ) ডিগ্রীর চরের সর্বস্ত জনগনের আয়োজনে তৌহিদি জনতার সমন্বয়ে উপজেলা চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর সকাল বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামীয়া মুফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আঃ হাই , মেলান্দহ আবু হুরাইরা (রা:) মাদ্রাসার মুহতামিন মাওলানা আব্দুল্লাহ ,ইসলামপুর মডেল মসজিদের ঈমাম মাওলানা ওমর ফারুক হোসেন, সুধী সমাজের পক্ষে ইউসুফ আলী মেম্বারসহ জেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানগন।
বক্তারা বলেন খ্রিস্টানদের সাথে আতাত করে যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চায়, তাদের কে হুশিয়ার করে, স্থাপন বন্ধ না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।