জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে প্রবাসীর স্ত্রী-৩ সন্তানের জননী লায়লা আক্তার (৩৬) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লায়লা মাহমুদপুর ইউনিয়নের চরখাবুলিয়া গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে ১৫ মে রাত ৩টার দিকে। লায়লার পরিবারের অভিযোগ, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন জানান, তিনি বছর আগে রফিকুল ইসলাম পাশের ইসলামপুর উপজেলার চেঙ্গানিয়ার চরের আছর উদ্দিনের মেয়ে লায়লাকে বিয়ের পর বিদেশ চলে যান।
লায়লা প্রতিদিনের ন্যায় ছোট্র দুই শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়ে।
রাত ৩টার দিকে ঘরের বারান্দায় গোঙ্গানির শব্দ পেয়ে বাড়ির লোকজনের ঘুমভাঙ্গে। লায়লাকে বারান্দায় ধর্নার সাথে ঝুলিয়ে থাকতে দেখে লোকজন জমায়েত হয়। পরদিন সকাল ১০টার দিকে মৃতদেহ উদ্ধার শেষে মর্গে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।