জামালপুরে তিন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা !

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর সংবাদদাতা: জামালপুর জেলার তিন উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। 

জামালপুরে তিন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

নির্বাচনী ফলাফল পর্যালোচনায় দেখা যায়, বকশীগঞ্জ উপজেলা পরিষদের ৩ বারের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে হারিয়ে ১ হাজার ২৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন সংসদ সদস্য নূর মোহাম্মদের ভাই নজরুল ইসলাম। 

নজরুল ইসলাম (ঘোড়া প্রতীক) পেয়েছেন ২৮ হাজার ৮৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী (মোটরসাইকেল প্রতীক) বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: আব্দুর রউফ তালুকদার পেয়েছেন ২৭ হাজার ৮০৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ৩০ হাজার ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: শাহজালাল (টিউবয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩০ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা: জহুরা বেগম (হাঁস)।

দেওয়ানগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মো: আবুল কালাম আজাদ (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩০ হাজার ২৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী (মোটরসাইকেল প্রতীক) বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: সোলায়মান হোসেন পেয়েছেন ২৫ হাজার ৮৯৮ ভোট। এই উপজেলাতেও বর্তমান চেয়ারম্যান মো: সোলায়মান হোসেন ৪ হাজার ৩৮১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ২৯ হাজার ৭৭৮ ভোটে নির্বাচিত হয়েছেন মো: আরিফ খান (বই), নারী ভাইস চেয়ারম্যান পদে ২৩ হাজার ৭৬৮ ভোটে নির্বাচিত হয়েছেন মুন্নী আক্তার (সেলাই মেশিন)।     


ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম।  ভাইস চেয়ারম্যান পদে ১৮ হাজার ২৫৫ ভোটে নির্বাচিত হয়েছেন আব্দুল খালেক আখন্দ (টিউবয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ হাজার ১২০ ভোটে নির্বাচিত হয়েছেন মোছা: আবিদা সুলতানা যুথী (কলস)। 
বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, ইসলামপুরসহ তিন উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ২১ মে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলে।

(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top