শফিকুল ইসলাম: রৌমারীর কৃতি সন্তান, প্রবীণ সাংবাদিক, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যারা বিভিন্ন ভাবে রৌমারীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করেছেন।
মহান মুক্তিযুদ্ধে ভুমিকা রেখেছেন, রৌমারীর সাংবাদিকতার পথিকৃত, তাদের অবদান, ভুমিকা স্মরণীয় করে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তাদের চিন্তা-চেতনা পরিচিতি করানো।
তাদের কর্মের স্বীকৃতি স্বরুপ প্রয়াত সাংবাদিক ও নাট্যশিল্পী বক্তার হোসেন মন্ডল, প্রবীণ সাংবাদিক ও সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শাহ আব্দুল মান্নান,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি মু আ রাজ্জাক এর নামের মুল অংশ নিয়ে বক্তার-মান্নান ও রাজ্জাক স্মৃতি সংসদ গঠন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে রৌমারী উপজেলার প্রভাষক আঞ্জুমান আরা বেগমের নিজ বাসভবনে সরকার নুরুল ইসলাম এর সভাপতিত্বে
বিশদ আলোচনা ও পর্যালোচনা সাপেক্ষে এই কমিটি গঠন করা হয়।
আলোচনা শেষে ছড়াকার সরকার নুরুল ইসলামকে সভাপতি, প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক কাইয়ুম আজাদ বাবুলকে সাধারণ সম্পাদক, সাংবাদিক এসএমএ মোমেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।