জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষী এমএ করিম।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা পরিষদ চেয়ারম্যান আ.ন.ম ওবাইদুর রহমান, সহ-সভাপতি এসএম ছানালাল বক্সী, সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান টিটু, শাহানাজ বেগম নাজু, আলহাজ্ব রুহুল আমিন দুলাল, আতাউর রহমান বিপ্লব প্রমূখ।
বক্তারা বলেন, এই আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলেই এদেশ স্বাধীন হয়েছে। আমাদের মাতৃভাষা আজ আন্তর্জাতি ভাবে স্বীকৃত। আজকের এই দিনে আওয়ামী লীগের বিভিন্ন সময়ের রাজনৈতিক কর্মকান্ড ও জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়েও স্মৃতিচারণ করেন অনেকে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।