সেবা ডেস্ক: রাজধানীর গুলশানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত এবং এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশানে ঢাকাস্থ ফিলিস্তিনি দূতাবাসের সামনে।
গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, নিহত কনস্টেবলের নাম মো. মনিরুল এবং তাকে গুলি করেন কনস্টেবল কাউসার আহমেদ। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মানসিক সমস্যার কারণে এই গুলির ঘটনা ঘটেছে।
(ads1)
ওসি আরও জানান, এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শরীরে তিনটি গুলি লেগেছে।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম জানান, গুলশান কূটনৈতিক এলাকায় একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটির বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়েছে।
(ads2)
এই ঘটনা পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতি এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে গুরুত্ব সহকারে চিন্তা করার প্রয়োজনীয়তা প্রতিফলিত করে। ঘটনায় সংশ্লিষ্ট পুলিশের সদস্যদের মনস্তাত্ত্বিক সহায়তা ও পরামর্শ দেওয়ার ওপর জোর দেওয়া হতে পারে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।