রৌমারীতে প্রতিমন্ত্রী অনুসারিদের বিক্ষোভ মিছিল

Seba Hot News : সেবা হট নিউজ
0

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ভুমি দখলের অভিযোগ ঢাকতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এবং উপজেলা আ. লীগের সভাপতি জাকির হোসেনের অনুসারিরা বিক্ষোভ মিছিল করেছে। 

রৌমারীতে প্রতিমন্ত্রী অনুসারিদের বিক্ষোভ মিছিল



বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি রৌমারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে একটি সভায় মিলিত হয়। 

সভায় বক্তব্য রাখেন মন্ত্রীপুত্র সাফায়াত বিন জাকির, মন্ত্রীর চাচাতো ভাই আকতার আহসান বাবু, মন্ত্রীর চাচাতো মোস্তাফিজুর রহমান রবিন, সুরুজ্জামান, খালেদা নাহিদ প্রমূখ। 

বক্তারা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা বানোয়াট ও সড়যন্ত্রমুলক বলে জানান তারা। 

এছাড়া তারা আরো বলেন, প্রতিমন্ত্রীর কিছুহলে জলবে আগুন ঘরেঘরে। মন্ত্রীর নামে সড়যন্ত্র বন্ধকরো করতে হবে। 

সম্প্রতি একটি জমি দখলকে কেন্দ্র করে পিস্তল উঁচিয়ে প্রতিমন্ত্রী তার প্রতিবেশিকে হুমকি দেয়ায় খবরের শিরোনাম হন সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন। 

এ নিয়ে তার বিরুদ্ধে রৌমারী থানায় একটি অনলাইন জিডি, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন ওই প্রতিবেশি। 

গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে প্রতিমন্ত্রীপাল্টা সংবাদ সম্মেলনসহ অনুসারিরা এ বিক্ষোভ মিছিল করে।

(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top