সেবা ডেস্ক: বরিশালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, এনেক্স ভবন, নগর ভবন, সার্কিট হাউস ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর বাড়িতে আগুন দিয়েছেন আন্দোলকারীরা।
সোমবার সন্ধ্যায় সাদিক আব্দুল্লাহর বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে, এদিন বিকেল সাড়ে ৫টার দিকে এসব আগুন দেওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যার পর ফায়ার সার্ভিসের ৫-৭ জন কর্মী এসে আগুন নেভান এবং তিনজনের লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার বরিশাল নগর ফিল্ডকর্মী কামাল হোসেন।
জানা যায়, বিকেল সাড়ে ৩টার থেকে বরিশাল নগরীর সবগুলো এলাকার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ করতে থাকেন। পরে ২ শতাধিক জনতা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, এনেক্স ভবন, নগর ভবন, সার্কিট হাউস ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর বাড়িতে হামলা চালান এবং আগুন দেন।
সন্ধ্যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আব্দুল্লাহর বাড়ি তিনজনের লাশ উদ্ধার করেন। বর্তমানে লাশগুলো বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।