জামালপুরে বিশ্ব নদী দিবস পালিত

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: “নদী দূষণ বন্ধ কর, প্লাস্টিক দূষণ বন্ধ কর” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ^ নদী বিদস পালিত হয়েছে। রবিবার দুপুরে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন ও প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়।

জামালপুরে বিশ্ব নদী দিবস পালিত



জামালপুর শহরের ছনকান্দায় ব্রহ্মপুত্র সেতুর উপর বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর শাখা, ধরিত্রির জন্য আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ (বিপিআই), সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) এই কর্মসুচির আয়োজন করে। 

ঘন্টাব্যাপী মানববন্ধনে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী ও বাপা জামালপুর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, সাবেক পৌর কাউন্সিলর শামিমা বেগম রুবি, শিক্ষাবিদ মো: আমির উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 
এ সময় বক্তারা বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্ত:দেশীয় নদীর পানি বন্টনে বাংলাদেশের অধিকার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক ফোরামে আরো কার্যকরী ভূমিকা গ্রহণ করা জরুরী। 

এছাড়াও স্থানীয়ভাবে যারা নদীর জীববৈচিত্র্যের ক্ষতি করছে তাদের বিরুদ্ধেও দ্রুত আইনগত পদক্ষেপ নিতে হবে। দেশের বিভিন্ন স্থানে নদীর নব্যতা সৃষ্টি ও দুষণমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

পরে ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top