সেবা ডেস্ক: সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে করা রিটে বিএনপি মহাসচিব যুক্ত, আগামীকাল থেকে শুরু হচ্ছে শুনানি।
বিএনপির মহাসচিব যুক্ত হলেন পঞ্চদশ সংশোধনী মামলায়, রুল শুনানি শুরু কাল |
পঞ্চদশ সংশোধনী নিয়ে করা রিটে যুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদালতে দাখিল করা এক রুলের সমর্থন করে ইন্টারভেনার হিসেবে হাইকোর্টে আবেদন করে বিএনপি। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আবেদন মঞ্জুর করে। আগামীকাল থেকে পঞ্চদশ সংশোধনী প্রশ্নে রুলের শুনানি শুরু হবে।
২০১১ সালে আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০ করা, অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ হিসেবে অপরাধ বিবেচনায় সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত করে। এর মাধ্যমে নির্বাচন পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত করার নিয়মও সংযোজন করা হয়।
এর আগে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রিট করেন। সেই রিটে পঞ্চদশ সংশোধনীকে সংবিধানবিরোধী ঘোষণা করার জন্য রুল জারি করা হয়।
বিএনপির পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও এম বদরুদ্দোজা। সরকারপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রিট আবেদনকারী পক্ষের হয়ে শুনানিতে ছিলেন ফিদা এম কামাল ও এ এস এম শাহরিয়ার কবির।
২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস করা হয় এবং ৩ জুলাই এ-সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। এর মাধ্যমে মোট ১৬টি ধারা অন্তর্ভুক্ত হয়, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি নওগাঁর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও সংশোধনীর কিছু ধারা নিয়ে রিট করেন। নতুন রিটের প্রেক্ষিতে আদালত সংশোধনীকে সংবিধানবিরোধী ঘোষণা করার জন্য একটি রুল জারি করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।