ইসলামপুরে জুয়া ও যাত্রা প্যান্ডেল পুড়িয়ে দিলো পুলিশ

Seba Hot News : সেবা হট নিউজ
0

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে অসামাজিক অশ্লীল যাত্রা ও জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে থানা পুলিশ। জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম(সেবা) নির্দেশে উপজেলার দূর্গম যমুনার চর টগারচর এলাকায় অফিসার ইনচার্জ সাইফল্লাহর নেতৃত্বে পুলিশের একটি টিম অসামাজিক অশ্লীল যাত্রা ও জুয়ার আসর পুড়িয়ে দেয়। 

ইসলামপুরে যাত্রা ও জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিয়েছে পুলিশ


জানা যায়, ইসলামপুরর উপজেলা নোয়ারপাড়া ইউনিয়নের কাজলা ৭নং ওয়ার্ডের টগারচর গ্রামে নোয়ারপাড়া ইউনিয়নের লুৎফর কাজীর ছেলে শহিদুল(৪০) ও কাজীর বাজার এলাকার মক্করসহ স্থানীয় একটি চক্র গত দুই দিন ধরে টগারচর গ্রামে অসামাজিক কার্যকলাপ অশ্লীল যাত্রা ও জুয়া খেলে আসছিল।

প্রতিরাতে যাত্রাপালা নামে অশ্লীল নাচ গান ও জুয়ার আয়োজন হওয়ায় এলাকার যুবসমাজ নষ্ট সহ এলাকায় মাদক কারবারী, চুরি, ডাকাতি বৃদ্ধি সম্ভাবনা রয়েছে বলে সচেতন এলাকাবাসী অভিযোগ উঠে। তারা এসব কার্যকলাপ বন্ধে গণমাধ্যম কর্মী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

বুধবার বিকেলে ওই এলাকায় থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযানে চালিয়ে অসামাজিক অশ্লীল যাত্রা ও জুয়ার আসর পুড়িয়ে দেন থানা অফিসার ইনচার্জ সাইফল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল। 

এ ব্যাপারে অফিসার ইনচার্জ সাইফুল্লাহ জানান, জামালপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঘটনাস্থলে পরিদর্শন করে দুর্গম চর এলাকার যমুনা নদীর মধ্যবর্তী স্থানে টগারচর এলাকায় নির্মিত যাত্রা প্যান্ডেল এবং ষ্ট্রেজ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top