কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনুসর আলী কলেজে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
![]() |
কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান |
সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। এরপর প্রধান অতিথিসহ অন্যান্য শিক্ষকগণ শিক্ষার্থীদের নিজ হাতে বানানো পিঠার স্টলগুলো ঘুরে দেখেন। পরে পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আবুল বাশারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি। প্রভাষক ইশরাত সীমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান, প্রাণবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুর রহিম, শিক্ষক পরিষদের সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ বক্তব্য রাখেন। এরপর তিনটি এতিমখানায় দেড়শ কম্বল বিতরণ করেন অতিথিগণ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।