সেবা ডেস্ক: হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ক্ষমতা ও লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা সম্ভব নয়। শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারই দেশের অগ্রাধিকার।
![]() |
তরুণ প্রজন্ম ক্ষমতার লোভে বিক্রি নয়: হাসনাত আব্দুল্লাহ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট বলেছেন, "তরুণ প্রজন্মকে ক্ষমতা বা সংসদের আসনের লোভ দেখিয়ে কেনা সম্ভব নয়।" সোমবার দুপুরে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, "আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না, রাজনীতি করবে কি না, তা এখন আলোচনা করার বিষয় নয়।" বরং শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করাই দেশের অগ্রাধিকার হওয়া উচিত।
হাসনাত আরও উল্লেখ করেন, "তরুণ প্রজন্ম আর আগের মতো ভীত নয়। তারা এখন নিজেদের অধিকার নিয়ে সচেতন। ক্ষমতা বা লোভ দেখিয়ে তাদের দমিয়ে রাখা সম্ভব হবে না।" তিনি ছাত্র সমাজের শক্তি এবং তাদের ঐক্যের ওপর জোর দেন।
সভায় আরও উঠে আসে, ২০২৪ সালে ঘটে যাওয়া গণহত্যার ন্যায়বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হবে না। হাসনাত বলেন, "আমরা চাই ন্যায়বিচার। যারা গণহত্যার মদদদাতা, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।"
হাসনাত আব্দুল্লাহ বলেন, "বর্তমান তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের ম্যান্ডেট ও সমর্থন ছাড়া কোনো সরকার বা রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না।"
মতবিনিময় সভায় নাগরিক কমিটির নেতারাও হাসনাতের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন। তারা বলেন, "দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে গণহত্যার বিচার এবং রাজনৈতিক সংস্কার নিশ্চিত করতেই হবে।"
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।