লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমানের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
![]() |
ইসলামপুরে ইউএনওর নাম্বার ক্লোন টাকা দাবী |
ওই নম্বর ব্যবহার করে একটি প্রতারক চক্র নিজেকে ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে ফোন করে টাকা দাবি করছে। এ ঘটনায় শুক্রবার উপজেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি সচেতনতামূলক পোস্ট দেওয়া হয়েছে।
‘ইউএনওর মোবাইল নম্বর থেকে ফোন করে নিজেকে ইউএনও দাবি করে অন্য একটি বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা দাবি করা হয়।
আরও পড়ুন:
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ‘আমার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরটি একটি প্রতারক চক্র হ্যাক করেছে। নম্বরটি ব্যবহার করে স্থানীয় সাধারণ লোকজনকে কল করে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করছে । এ বিষয়ে সতর্ক থাকতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান,এ বিষয়ে থানায় জিডি করা হচ্ছে। তথ্য প্রমাণ যেগুলো আছে, সেই অনুযায়ী বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।