সেবা ডেস্ক: নতুন বছরের নতুন সূর্যকে বরণ করে নিতে আয়োজন করা হয়েছে এক বর্ণিল বৈশাখী উৎসব। রাজধানীর পাঁচতারকা হোটেল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে শিশুদের অংশগ্রহণে এই উৎসব হয়ে উঠেছে প্রাণের মেলা।
![]() |
এক ঝাক শিশু শিল্পীদের নিয়ে ঢাকা রিজেন্সিতে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব |
সামাজিক সংগঠন বিডি চাইল্ড ট্যালেন্ট-এর এক ঝাক শিশু শিল্পীর অংশগ্রহণে সাজানো হয়েছে এই বিশেষ আয়োজন।
এবারের বৈশাখী উৎসবের মূল কেন্দ্রবিন্দু এক ঝাঁক প্রতিভাবান শিশু শিল্পী। সারাদিনব্যাপী এই আয়োজনে গান, নাচ, কবিতা, আবৃত্তি ও নানা সৃজনশীল পরিবেশনায় মাতিয়ে রখবে ছোট ছোট তারকারা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন জনপ্রিয় শিশু উপস্থাপক রাদিয়া ইসলাম হৃদি এবং তামিম আহমেদ, যারা স্বতঃস্ফূর্ত সঞ্চালনায় এনে দিবে বাড়তি প্রাণ।
আরও পড়ুন:
সঙ্গীত পরিবেশন করবেন শিশুশিল্পী শেহমান ইসলাম, আনশী, সুদিপ্ত, হৃদি, শেহনা ও তাহি। এদের গানের সুরে বৈশাখ পাবে নতুন রঙ। পাশাপাশি মঞ্চ মাতাবে আরও কয়েকজন ক্ষুদে তারকা অর্জন, মমতা, রাফসান এবং শুভ্র, যারা গানে, কথায় এবং হাসি-আড্ডায় মুগ্ধ করবে দর্শকদের।
শুধু শিশু শিল্পীদের পরিবেশনাই নয়, বরং পুরো অনুষ্ঠানজুড়ে থাকবে বৈচিত্র্যময় নানা আয়োজন। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বাউল সঙ্গীত, পুঁথি পাঠ, লালনগীতি এবং লোকজ নৃত্য পরিবেশনা। একদিকে যখন শিশুদের মুখে মুখে ফুটবে “এসো হে বৈশাখ” অন্যদিকে বাউল সুরে ভেসে উঠবে বাংলা মাটির গন্ধ।
আয়োজনের সময়সূচি ছিল নিম্নরূপ
বৈশাখী চিত্রাঙ্কন প্রতিযোগিতা (সকাল ৯টা – দুপুর ১২টা)
বিভিন্ন বয়সী শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পাশাপাশি ছিল লাইভ ক্যানভাসে ছবি আঁকার আয়োজন, যেখানে বাচ্চারা তাদের কল্পনার রঙে আঁকলো বৈশাখকে।
বৈশাখী মধ্যাহ্ন ভোজ (দুপুর ১২টা – ৩টা)
পরিবারসহ আগত অতিথিদের জন্য থাকবে সুস্বাদু বৈশাখী খাবারে সাজানো বিশাল মধ্যাহ্ন ভোজ। ইলিশ-পান্তা, খাসির রেজালা, চচ্চড়ি, পায়েসসহ নানা ঐতিহ্যবাহী বাঙালি পদ থাকবে ভোজের মূল আকর্ষণ।
বৈশাখী উৎসব ও মেলা (দুপুর ২টা – সন্ধ্যা ৬টা)
গ্যামিং জোন: শিশুদের জন্য নানা রকম গেমস ও খেলাধুলার আয়োজন
ফেস পেইন্ট ও মেহেদি উৎসব: মেয়েরা পছন্দমতো ডিজাইনে হাতে মেহেদি এঁকে নিবেন
চুড়ির মেলা ও হাওয়াই মিঠাই: ঐতিহ্যবাহী বৈশাখী ঘরানার দোকানপাটে ভরপুর থাকবে
ফটো বুথ ও বায়োস্কোপ: রঙিন ব্যাকড্রপে ছবি তোলার পাশাপাশি পুরোনো দিনের বায়োস্কোপের অভিজ্ঞতা নিতে পারবেন
সঙের খেলা: মুখোশ ও লোকজ সাজে সাজানো সঙরা ঘুরে বেড়িয়েছে পুরো প্রাঙ্গণে, আনবে আলাদা আনন্দ
এই আয়োজন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করাই এর মূল উদ্দেশ্য। সংগঠন বিডি চাইল্ড ট্যালেন্ট দীর্ঘদিন ধরে শিশুদের প্রতিভা বিকাশে কাজ করে আসছে। এবারের বৈশাখী উৎসবে তারা সেটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের এমন আনন্দঘন আয়োজন আগামীতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।