উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া পৌর শহরে ব্যবসার কাজ শেষ করে মোটর সাইকেলে বাড়ী ফেরার পথে উল্লাপাড়া রেল ষ্টেশনের ওভার ব্রীজে উঠতে গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে সাইড ওয়ালের সাথে ধাক্কা লেগে ব্যবসায়ী চান মিয়া (৪৬) নামের এক যুবকের মৃত্যু হয়।
আরও পড়ুন:
তার বাড়ি শাহজাদপুর উপজেলার নরিনা গ্রামে। একইদিনে উল্লাপাড়া বাস টার্মিনালের মডেল মসজিদ সংলগ্ন বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রাস্তার উপর বালু রাখায় এক মোটর সাইকেল আরোহীর গাড়ীর চাকা স্লিপ কেটে পড়ে গেলে অপর দিক থেকে আসা তেলের লরীর নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ব্রাক কর্মী শফিকুল ইসলাম (৩৫)। তিনি তাড়াশ ব্রাক অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।