কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
![]() |
কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত |
শনিবার বেলা ১১ টায় প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক ও সাংবাদিক আবদুল জলিল, কাজিপুর উপজেলা বিএনপির নেতা ও শিক্ষার্থী অভিভাবক সাজ্জাদুল ইসলাম বাবলু, কাজিপুর থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান ও বৈষম্যবিরোধী ছাত্র নেতা আকিব আহমেদ অন্তর।
আরও পড়ুন:
বিদ্যালয়ের শিক্ষার্থী উন্মেষ ও লাবন্যর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে সেরা অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে মোট দুইশ পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীগণ সঙ্গীত পরিবেশন করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।