জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ব্যানারে নার্সিং সেক্টরের সকল ক্ষেত্রে চলমান বৈষম্য দূরীকরণের দাবিতে কুড়িগ্রামে রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
![]() |
কুড়িগ্রামে নার্সিং সেক্টরের রেলী ও সমাবেশ অনুষ্ঠিত |
বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোববার ৪ মে ২০২৫ ইং সকালে ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে নার্সিং শিক্ষার্থীরা -এইচএসসি পাসের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে অবিলম্বে স্বীকৃতি প্রদান ও বাস্তবায়নের দাবী জানায় ।
আরও পড়ুন:
সমাবেশ কর্মসূচিতে সরকারি ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ইন্টার্ন নার্স/মিডওয়াইফবৃন্দ সকল ধরনের ক্লাস, পরীক্ষা এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করে গণজমায়েত কর্মসূচিতে অংশ নেয় । শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সার্বিক সহযোগিতা করেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সদস্য নাজিউর রহমান, মোঃ হৃদয় হাসান, ছোহাইমা রাফা সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ,, উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।