কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি: যমুনা নদী দ্বারা দুইভাগে বিভক্ত কাজিপুর উপজেলার প‚র্বপাড়ের মানুষ পৃথক একটি উপজেলার দাবীতে আন্দোলন ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে।
![]() |
কাজিপুরের প‚র্বাঞ্চলে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ' গঠন |
এ লক্ষ্যে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। কাজিপুরে গতকাল রবিবার দুপুরে সংগঠনের পক্ষে প্রকৌশলী ফরিদুল ইসলাম সাংবাদিকদের নিকট এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
আরও পড়ুন:
তিনি বলেন, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার অন্তর্ভুক্ত মনসুরনগর, খাসরাজবাড়ী, চরগিরিশ, নাটুয়ারপাড়া, তেকানী ও নিশ্চিন্তপুর ইউনিয়ন নিয়ে অনেকদিন যাবত চলমান উপজেলা গঠনের দাবিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গত ৩ মে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, তিতাস গ্যাস কম্পানির সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী এস এম আলী আকবর, সিটী পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক জহুরুল ইসলাম লিটন, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম শাকিল, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এনামুল হক, ইঞ্জিনিয়ার সুমন মিয়া, ইঞ্জিনিয়ার সোহাগ রানা, প্রভাষক মুদ্দাচ্ছির রহমান প্রম‚খ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।