সেবা ডেস্ক: জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর উপর স্বৈরাচারী গোষ্ঠীর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
![]() |
জুলাই বিপ্লবের নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ খেলাফত ছাত্র আন্দোলনের |
আজ (৫ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ এই ন্যক্কারজনক হামলার তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, "জুলাই বিপ্লবের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহর উপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই হামলা ৫ আগস্ট পরবর্তী স্বৈরাচারী হাসিনা ও তার দোসরদের অপকর্মের ধারাবাহিকতা। তারা জুলাই স্পিরিটকে ভয় পায় এবং এখন পর্যন্ত জুলাই স্পিরিট ধারণকারী হাসনাত আব্দুল্লাহর উপর হামলা করে বিপ্লবীদের দমনের ঘৃণ্য পথ বেছে নিচ্ছে।"
আরও পড়ুন:
অপরাধীদের শাস্তি দাবী করে নেতৃবৃন্দ বলেন, "যারা হাসনাত আব্দুল্লাহর উপর হামলা করেছে, তারা শুধু একজন ব্যক্তিকে আঘাত করেনি, বরং তারা জুলাই বিপ্লবের চেতনা ও জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকে আঘাত করেছে। আমরা এই হামলার সাথে জড়িত প্রত্যেক অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"
নেতৃবৃন্দ আরো বলেন, অবিলম্বে এই হামলার তদন্ত ও বিচার করতে হবে। একই সাথে, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি, জুলাই ও আগস্ট বিপ্লবের সকল খুনী, বিশেষ করে হাসিনা এবং তার দোসরদের বিচার কাজ শুরু করতে হবে। জনগণের ভোটাধিকার হরণকারী এই স্বৈরাচারী গোষ্ঠীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দেশের বিপ্লবী ছাত্র-জনতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে এবং হাসনাত আব্দুল্লাহর মতো বিপ্লবীদের পাশে সর্বদা ঐক্যবদ্ধ থাকবে। জনগণের সম্মিলিত শক্তি যেভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছে ঠিক তেমনি জাতীয় ঐক্যের মাধ্যমে স্বৈরাচারের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলবে ইনশাআল্লাহ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।