কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশে মাদকাসক্ত নিজ সন্তান ও চাচাতো ভাইদের নির্মম প্রহারে কৃষক সেলিম মিয়া (৪৭) নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
![]() |
কাজিপুরে পুত্রের হাতে পিতা হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন |
শনিবার সকালে কাজিপুর থানায় মামলাটি করেন নিহতের ছোট ভাই সিরাজুল ইসলাম। মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন চারজনকে আসামী করা হয়েছে। দুপুরেই থানা পুলিশ এজাহার নামীয় আসামী তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো নাজমুন্নাহার ওরফে সাথী খাতুন (৩৯) স্বামী- জহুরুল ইসলাম ওরফে শহিদুল, শ্রাবন্তী খাতুন (২৫) স্বামী আব্দুল খালেক ও মমতা খাতুন ( ৪৫) স্বামী আব্দুস সালাম। তাদের সবার বাড়ি ভেটুয়া জগন্নাথপুর ।
আরও পড়ুন:
এদিকে শুক্রবার রাতেই নিহত সেলিম মিয়ার জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে বলে জানান মামলার বাদী সিরাজুল ইসলাম।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকআসামীদের আজ(শনিবার দুপুরে) সিরাজগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য বৃহস্পতিবার সকাল দশটায় নিজ বাড়িতে নিজের মাদকাসক্ত সন্তান ও মাদকের সাথে জড়িত প্রতিবেশী দুই চাচাত ভাইয়ের মারপিটে মারাত্মক আহত হন সেলিম মিয়া। ওইদিন রাত দশটায় বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেলিম মিয়া। চিকিৎসাধীন রয়েছেন সেলিমের স্ত্রী জান্নাতি খাতুন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।