জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি রাবেয়া, সম্পাদক ইয়াসির

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর প্রতিনিধি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।

জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি রাবেয়া, সম্পাদক ইয়াসির
জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি রাবেয়া, সম্পাদক ইয়াসির


নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাবেয়া খাতুন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরাফাত।


বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিবেটিং ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে রাবেয়া খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়৷ অন্যদিকে ৫৪ ভোটের মধ্য ৩৮ ভোট পেয়ে ইয়াসির আরাফাত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মুসলিম ইবনে রবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং কোষাধ্যক্ষ পদে শায়রা ফিদ্দা বিনতে শাহেব ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ ক্লাবের ৬১ ভোটারের মধ্যে ৫৪ জন অর্থাৎ ৮৮.৫২ শতাংশ সদস্য ভোট প্রদান করেন৷ নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন এবং তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।


আরও পড়ুন:



নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ আলম এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন গনিত বিভাগের প্রভাষক সজিব হায়াত ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আতিকুর রহমান৷ 


জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি রাবেয়া খাতুন বলেন ‘যুক্তিবাদী সমাজ গঠনে বিতর্ক চর্চা অপরিহার্য৷ আমরা জাতীয় ও আন্তর্জাতিক মানের বিতার্কিক গড়ে তোলার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করব।’ নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত বলেন ‘বিতর্ককে তরুণদের চিন্তাশক্তি ও নেতৃত্ব বিকাশের হাতিয়ার করতে নিয়মিত কর্মশালা, প্রতিযোগিতা ও ডিজিটাল আর্কাইভ চালু করব। এতে সকলের আন্তরিক সহযোগিতা কাম্য৷’




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top