কুড়িগ্রামে বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ
0

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে অস্বচ্ছল পরিবারের নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দারিদ্র বিমোচন ও জীবনমান উন্নয়নে মূলধারায় যোগদানের পরিকল্পনায় বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামে বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামে বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


বুধবার (২১ মে) সকালে শহরের এএফএডি কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধন করেন টিটিসির অধ্যক্ষ এএসএম রেজাউল করিম।

এসময় এএফএডি’র প্রধান নির্বাহী সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, প্রকল্পের লাইভলিহুড অফিসার ডা. মোরশেদুল আলম, প্রকল্প সমন্বয়কারী কাজল কুমার রায়, হেলাল মিয়া, আবুল হাসান প্রমুখ।


আরও পড়ুন:


হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) ‘‘বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাী/মেয়ে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দারিদ্র বিমোচন এবং মূলধারায় যোগদানের মাধ্যমে জীবনমান উন্নয়ন-এসি ৬’’ প্রকল্পের মাধ্যমে কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উৎপাদকদের বাজার ব্যবস্থার সাথে কার্যকর সংযোগ স্থাপন, বিপণন কৌশল বিষয়ক ধারণা প্রদান এবং বাজার বিশ্লেষণ, সরবরাহ ব্যবস্থাপনা, অনলাইন প্লাটফর্মের ব্যবহার, পণ্যের মূল্য সংযোজন কর বিষয়ে ধারণা প্রদান করা হয়। এরমাধ্যমে অংশগ্রহনকারীরা তাদের সাফল্যের গল্প শেয়ার করেন। পাশাপাশি কর্মশালার মাধ্যমে নতুন ধারণা ও কৌশল শিখে অনুপ্রাণিত হন। বক্তারা ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করার মধ্যদিয়ে স্থানীয় উৎপাদন ও বিপণন ব্যবস্থার উন্নয়ন আরো গতিশীল হবে বলে মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার ১০টি ইউনিয়নে সরাসরি ১ হাজার ৭০জন এবং তাদের সাথে আরো ১১ হাজার ৮৬৩জন অংশগ্রনকারীদেরকে নিয়ে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top