বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পাহাড়ি লাল বালুসহ ৪ টি বালুর ট্রাক আটক করা হয়েছে। এসময় ট্রাকের চালক সহ ৭ জনকে আটক করা হয়।
রোববার (১১ মে) রাতে বকশীগঞ্জ পৌর শহরের উপজেলা পরিষদের সামনে থেকে ওই ট্রাক গুলো আটক করা হয়।
বকশীগঞ্জ থানায় পুলিশ জানায়, গারো পাহাড়ের লাল বালু ট্রাকে করে জামালপুরের দিকে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ কামালপুর-বকশীগঞ্জ সড়কের উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়।
আরও পড়ুন:
পরে ৪ ট্রাক বালু জব্দ করেন এবং বালু সংগ্রহ ও অন্য জেলায় সড়িয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকায় ট্রাকের চালক সহ ৭ জনকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে অবৈধভাবে বালুর ব্যবসার কোন সুযোগ নেই। এঘটনায় বালুবাহী ৪ টি ট্রাক জব্দ ও ৭ জনকে আটক করা হয়েছে এবং সোমবার (১২ মে) দুপুরে আটককৃতদের জামালপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।