শফিকুল ইসলাম: রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাসিন্দা মো. নুরুজ্জামান মিয়া। বর্তমানে তার বয়স প্রায় ৬৫ বছর। এই বৃদ্ধ পেশায় একজন পাথর ভাঙ্গা শ্রমিক।
![]() |
রৌমারীতে অসহায় পরিবারের পাশে ইউপি সদস্য শফিক |
তার কোন ছেলে সন্তান নেই। স্ত্রী ও ছয় মেয়ে নিয়েই তার পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও তিনি। বয়সের ভারে শরীর নুয়ে গেছে। বর্তমানে কোন কাজ করতে পারেন না। ফলে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। গত কয়েকদিন থেকে অতিকষ্টে দিন কাটছে তার।
গ্রামবাসির মাধ্যমে সংবাদ পেয়ে সেই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন রৌমারী সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.শফিকুল ইসলাম শফিক।
আরও পড়ুন:
বুধবার (৭ মে) বিকালে ওই অসহায় পরিবারের বাড়িতে যান ইউপি সদস্য । এসময় অসহায় মো.নুরুজ্জামান এর হাতে চাউলের বস্তাা ও নগদ অর্থ তোলে দেন এই জনপ্রতিনিধি।
ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিক বলেন,এই অবস্থায় মানবিক দিক বিবেচনা করে আমি সাধ্যানুযায়ী অসহায় পরিবারের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। এসময় তিনি স্থানীয় এলাকার বিত্তবান ও প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা সকলে নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ান। আপনাদের একটু সহযোগিতাই পারে অসহায় এ পরিবারের দূঃসময়ের সহায় হতে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।