জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে গবাদি পশুর খাদ্য তৈরির প্রক্রিয়া শীর্ষক দুই দিনের কৃষক প্রশিক্ষণ ২৮ জুলাই বিকেল ৪ টায় সম্পন্ন হয়েছে।
![]() |
জামালপুর: জামালপুরের মেলান্দহে ৪০ জন ঘাষ চাষী ও খামারিদের গবাদি পশুর খাদ্য তৈরির প্রক্রিয়া (সাইলেস) প্রস্তুতের অভিজ্ঞতা বিনিময়ের দৃশ্য। |
বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) পশু-পুষ্টি বিভাগ এর আয়োজন করেছে।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (জাবিপ্রবি) ক্যাম্পাসে ৪০ জন ঘাষ চাষী এবং খামারি এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। বহুবর্ষজীবি ঘাষ চাষ, সাইলেজ প্রস্তুত এবং গবাদি পশুর খাদ্য সংরক্ষণের উপর গুরুত্বারোপসহ পুষ্টিগুণ বজায় রেখে হাতে কলমে উন্নত গো-খাদ্য তৈরির প্রক্রিয়া অভিজ্ঞতা প্রদান করা হয়।
আরও পড়ুন:
জাবিপ্রবির প্রো-ভিসি প্রফেসর ড. মোশারফ হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সনদ বিতরণ করেন।
ক্লাইমেট স্মার্ট ফান্ডিং এর অর্থায়নে বাকৃবির প্রধান গবেষক-শিক্ষক ও প্রকল্প চেয়ারম্যান ড. খান মোহাম্মদ সাইফুল ইসলাম, জাবিপ্রবির প্রক্টর ড. সাদিকুর রহমান ইমন, সহকারি গবেষক অধ্যাপক জেসমিন আক্তার, বিশ^বিদ্যালয় শিক্ষক ড. শফিকুর রহমান শিশির, অলিয়ার রহমান এতে উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।