বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন-২০২৫ মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে খন্দকার শাকের আহমেদকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মূল্যায়ন শেষে খন্দকার শাকের আহমেদ এর হাতে শ্রেষ্ঠ ওসি হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনবান্ধব সেবা কার্যক্রম পরিচালনা করা , ওয়ারেন্ট তামিল করাসহ বিভিন্ন ক্যাটাগরিতে তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
এর আগে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ আহমেদ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন:
তিনি শ্রেষ্ঠ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেশার মানুষ তার ছবিসহ পোষ্ট দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
এবিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, বকশীগঞ্জ থানা পুলিশ জনবান্ধব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে আমরা মাঠে রয়েছি। তাই
সকলের সহযোগিতায় বকশীগঞ্জকে শান্তিপ্রিয় এলাকা হিসেবে উপহার দিতে চাই। অপরাধ করলে কাউকে ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দেন জেলার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের আহমেদ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।