কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা মৈত্রী পল্লী উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা এগাটারটায় কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী পরিচালক এটিএম আব্দুস সাত্তার।
বাংলাদেশের যমুনা নদীর তীরবর্তী এক হাজার ছয়শ পরিারের জন্য জলবায়ু অভিজোযিত খাদ্য নিরাপত্তা জীবিকা ও দুর্যোগ প্রস্তুতি (এসএফএসএলভি) প্রকল্প-২ এর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
অনুষ্ঠানে সংস্থাটির কান্ট্রি রিপ্রেেেজন্টেটিভ মেনোলাইট সেন্ট্রাল কমিটি(এমসিসি) বাংলাদেশের মিঃ গ্রেগরি ভেন্টারবিল্ট।
আরও পড়ুন:
অনুষ্ঠানে প্রকল্পের বিষয়সমূহ তুলে ধরেন প্রোগ্রাম অফিসার রোজিনা মুরমু।
অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, সাংবাদিক আবদুল জলিল, মৈত্রী পল্লী উন্নয়ন এর প্রজেক্ট অফিসার আবুল বাশার বক্তব্য রাখেন।
সভায় নদীতীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মহিলাদের স্বাস্থ্যসেবা, বাড়ির পাশের জমিতে বিভিন্ন পদ্ধতির চাষাবাদ, দুর্যোগকালিন সময়ে খাদ্য ও অন্যান্য সহায়তা, স্মার্ট হাউজ বিষয়ে উদ্বুদ্ধকরণ, কারিগরী প্রশিক্ষণ, শান্তি স্থাপনমূলক কর্মকান্ডের নানা দিক নিয়ে অংশগ্রহণকারিদের অবহিত করা হয়।
সংস্থাটি কাজিপুরের মাইজবাড়ি ইউনিয়নের ৩৫০ টি পরিবারকে নিয়ে কাজ করছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।