কুড়িগ্রামে জুলাই আন্দোলনের সংগঠক জোবায়ের আমিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে জুলাই আন্দোলনের সংগঠক ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জোবায়ের আমিনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন নিহতের স্বজন, এলাকাবাসী, বন্ধু ও সহযোদ্ধারা।

কুড়িগ্রামে জুলাই আন্দোলনের সংগঠক জোবায়ের আমিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
কুড়িগ্রামে জুলাই আন্দোলনের সংগঠক জোবায়ের আমিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ


মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত চিলমারী-কুড়িগ্রাম সড়কে উপজেলা পরিষদ মোড়ে প্লাকার্ড হাতে বিক্ষোভ করায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশের গ্রেফতারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।


গত বছর ১৯ জুলাই রাতে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের পর জোবায়ের আমিনের বিকৃত লাশ উদ্ধার হয়। 


আরও পড়ুন:


পরিবারের পক্ষ থেকে তার দুই বন্ধু মো. সাইনান স্বচ্ছ (২১) ও মো. ইউসুফ আহম্মেদ জায়েদ (২১) সহ ৬-৭ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। 


ফরেনসিক রিপোর্টে হত্যাকাণ্ড প্রমাণিত হলেও এক বছরেও তদন্তে অগ্রগতি নেই। মামলার প্রধান আসামি সাইনান স্বচ্ছ চিলমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হকের ছেলে, যে কারণে তদন্তে বিলম্বের অভিযোগ উঠেছে।


জোবায়েরের বাবা আব্দুল জলিল আমিন বলেন, “হত্যাকারীদের গ্রেফতার না করায় আমাদের কষ্ট অবর্ণনীয়।” 


সমাবেশে বিএনপি নেতা আবু সাইদ হোসেন পাখি, যুবদল নেতা তাইবুর রহমান ও জিয়াউর রহমান বক্তব্য রাখেন। চিলমারী মডেল থানার ওসি আশরাফুল ইসলাম জানান, মামলাটি পিবিআই রংপুর তদন্ত করছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top