কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চরাঞ্চলে অবস্থিত নাটুয়ারপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
নাটুয়ারপাড়া বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাটুয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আয়নাল হক।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।
আরও পড়ুন:
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা , কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট রবিউল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মালেক স্বপন চেয়ারম্যান, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাবলু, যুবদলের সাবেক আহবায়ক মঞ্জুর রশিদ রানা, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব এসএম শামীম রেজা রুবেল, ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন, যুগ্ন আহবায়ক আশিকুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে নাটুয়ারপাড়া ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নবায়ন ও ফরম বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।