জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে বাংলাদেশে জাতীসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করেছে জমিয়তে ওলামায়ে ইসলাম।
![]() |
মেলান্দহ জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে চুক্তি বাতিলের দাবি তে গণমিছিল |
২৫ জুলাই বাদ আসর মেলান্দহ বড় মসজিদ গেট থেকে মিছিলটি বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করেছে।
এরপর মসজিদ গেটে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি রহমতুল্লাহ আল হোসাইনী, মেলান্দহ জমিয়তের সেক্রেটারি মুফতি সোলায়মান হোসেন এবং মেলান্দহ পৌর জমিয়েতের সেক্রেটারি মাও. আব্দুল ওয়াহাব প্রমুখ।
আরও পড়ুন:
বক্তারা বাংলাদেশে জাতীসংঘের প্রহসনমূলক মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার চরম বিরোধীতা করেন। একই সাথে বিভিন্ন রাষ্ট্রে এই মানবাধিকার কার্যালয় থাকার পরও মানবিক বিপর্যয় এবং মানবাধিকার লঙ্গনের উপমা তুলে ধরা হয়। বাংলাদেশে সেই নীল নকশা বাস্তবায়নের মিশনের ঘোর বিরোধীতা করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।