জামালপুরে কেক কেটে এনটিভির ২৩ বছরে পদার্পণ উদযাপন

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছরে পদার্পণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জামালপুরে কেক কেটে এনটিভির ২৩ বছরে পদার্পণ উদযাপন


জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়াও সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খান, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীন, দৈনিক দিনকালের সাংবাদিক মুকুল রানা, জামালপুর নিউজ টুয়েন্টিফোরের প্রকাশক শোয়েব হোসেন, মোহনা টিভির ওসমান হারুনী, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, নিউজ টুয়েন্টিফোর টিভির তানভীর আজাদ মামুন, এখন টিভির জুয়েল রানা, বাংলা টিভির নূর মো: ফজলুল করিম কাওসার, একুশে টিভির খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, আনন্দ টিভির বাহাউদ্দিন খান, কালের কণ্ঠের রকিব হাসান নয়ন, এনটিভির জেলা প্রতিনিধি আসমাউল আসিফ, এনটিভি অনলাইন প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ, সময় উপযোগী ও দর্শকদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান উপস্থাপনের মধ্য দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে এনটিভি। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে ধারণ করে সামনের দিনগুলোতে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি দর্শকদের কাছে আরও নতুন মাত্রা পাবে বলে প্রত্যাশা করেন বক্তারা। পরে অতিথিরা এনটিভির জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top