কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট এক হাজার তিনশ শিক্ষার্থীর মাঝে ফলজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
কাজিপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা কৃষি অফিস থেকে এই চারাগাছ বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থী কে মোট চারটি করে চারাগাছ প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের প্রদানকৃত সাত প্রকারের চারাগাছের মধ্যে ছিলো বেল, আম, জাম, কাঁঠাল, অর্জুন, বহেড়া, আমলকি ও নিম।
আমিনা মনসুর ডিগ্রি কলেজে অধ্যক্ষ ফরিদুল ইসলাম বলেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসের এবারের এই ব্যতিক্রমী আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। এতে করে শিক্ষার্থীরা গাছ লাগানোর বিষয়ে উৎসাহিত হবে।
কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বৃক্ষরোপনের বিষয়ে সচেতন করে তোলা এবং ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ লাগানো নিরুৎসাহিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে শিক্ষার্থীগণ সবুজায়নের সুফল পাবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।