জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির (এমআরইউ) এক যুগ পূর্তি উদযাপিত হয়।
এ উপলক্ষে ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় ইউনিটির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি-ইত্তেফাক/নিউ নেশন/৭১ টিভির সংবাদদাতা শাহ জামাল এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এ. কে.এম. এহছানুল হক মঞ্জু। উদ্ধোধনী বক্তব্য রাখেন-জামালপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক।
আরও পড়ুন:
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মেলান্দহ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দি ডেইলি ফ্রন্ট নিউজের এডিটর মেহেরুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, ৭১’র গেরিলা আবুল হোসেন, উমির উদ্দিন পাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন তালুকদার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আল আমিন, ওসির প্রতিনিধি এসআই আব্দুল আজিজ, মেলান্দহ পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম, স্বরকলার সভাপতি কবি শেখ ফজল, সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, বাসদ নেতা সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, এমআরইউ’র সাংগঠনিক সম্পাদক-ঢাকা পোস্টের সংবাদদাতা মোত্তাসিম বিল্লাহ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক-এনটিভির সংবাদদাতা শাকিব আল হাসান নাহিদ, কালচারাল ইউনিটির সম্পাদক ও দুর্বার অনুষ্ঠানের শিল্পী আমিনুল ইসলাম মিলিটারি, গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদের যুগ্ম সম্পাদক কবি আরিফুল ইসলাম লাবলু, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি কবি আল আমিন রুহানী, জাবিপ্রবি সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখার সভাপতি ডা. জয়নাল আবেদিন, মেলান্দহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, আদর্শ মানবতা ও সমাজ গঠনে আমরা বাংলাদেশ মেলান্দহ শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ। সবশেষে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও মিষ্টি বিতরনের মধ্য রিপোর্টার্স একযুগ পূর্তি উদযাপন করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।