কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ছয় বছরের ছেলে শিশু বলাৎকারের শিকার হয়েছে। গত শুক্রবার ( ৪ জুলাই) সকাল দশটায় এই ঘটনা ঘটেছে কাজিপুর পৌরসভার আলমপুর গ্রামে।
বলাৎকারকারি সজিব (২০) একই গ্রামের মাসুদ রানার পুত্র। এই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ওইদিন বিকেলে কাজিপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ বলাৎকারের শিকার শিশুটিকে আজ ( ৫ জুলাই) সিরাজগঞ্জ কোর্টে ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে জবানবন্দী রেকর্ড করিয়েছে। একইসাথে শিশুটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
থানায় দেয়া এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার সকালে বাদীর পুত্র এবং একই বয়সের বাদীর বড় ভাইয়ের পুত্র বাড়ির উত্তর পাশে খেলছিলো। এসময় আসামী সজিব ওই দুই শিশুকে ফুসলিয়ে ভ্যানগাড়িতে তুলে
আরও পড়ুন:
আলমপুর স্বর্ণকার পাড়ার নিকটে গাছাদহ চরের এক ঘাসক্ষেতে নিয়ে যায়। এরপর বাদীর বড়ভাইয়ের শিশুকে ভ্যানের উপর বসিয়ে রেখে বাদীর পুত্রকে ঘাসক্ষেতে নিয়ে মুখ চেপে ধরে বলাৎকার করে। কিছুসময় পরে সুযোগ বুঝে বলাৎকারকারি সজিব শিশু দুটিকে আলমপুর পাকা রাস্তায় এনে দ্রুত সেখান থেকে সটকে পড়ে। এদিকে বলাৎকারের শিকার শিশুটি বাড়িতে এসে দুপুরে তার মাকে ঘটনাটি বলে দেয়। এই ঘটনার পর থেকে অভিযুক্ত সজিব পলাতক রয়েছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম এজাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।