লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামে সোমবার এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামের জমি নিয়ে জবেদ আলী মেম্বার ও একই গ্রামের শাহাজল সর্দার চলাচলের রাস্তা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।
আরও পড়ুন:
এতে শাহাজল সর্দার গ্রুপের কড়ি সর্দার পুত্র বিসু, দুলাল সর্দার,মিজের উদ্দিনের কন্যা মাজেদা, এবং জবেদ আলী গ্রুপের জবেদ আলী, সুরুজ সর্দার পুত্র আব্বাস আলী সর্দার,আলিমুদ্দিনের কন্যা সুফিয়া আক্তার ও আফসার আলীর পুত্র সুরুজ সর্দার আহত হয়। আহতরা শেরপুর সদর হাসপাতাল ও ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আ.স.ম আতিকুর রহমান কে ফোন করলে তিনি রিসিভ করেন নি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।