আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে একাউন্টিং ক্লাবের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুলাই ) বিকালে কলেজের অডিটোরিয়ামে সরকারি আশেক মাহমুদ কলেজের হিসাববিজ্ঞান বিভাগ এই অনুষ্ঠানে আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আখন্দ মো: আব্দুল্যাহ আল জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদের সম্পাদক রেজাউল করিম, একাউন্টিং ক্লাবের মুখ্য সমন্বয়ক সহকারী অধ্যাপক ইয়াসিন ইবনে মাসুদ, হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ জাকারিয়া, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লিছাসহ অন্যানরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন:
এ সময় বক্তারা বলেন, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করা, কলেজের কার্যক্রমে হিসাববিজ্ঞান বিভাগের নেতৃত্ব প্রদান, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহ শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নানামুখী প্রতিভা বিকাশের ক্ষেত্রে ভুমিকা রাখা।
এ ছাড়াও ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নিজেদের মধ্যে নিবিড় যোগাযোগ রাখতে একাউন্টিং ক্লাব বিশেষ ভুমিকা রাখবে। পরে কেক কেটা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান রিফাতকে সভাপতি ও ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলমগীরকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট একাউন্টিং ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।