জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ উপজেলার বানিপাকুরিয়া গ্রামের সর্বপ্রথম সরকারি চাকরিজীবি ও পুলিশের আরআই (অব) আব্দুর রশিদ খান ওরফে রশিদ পুলিশ ২৬ জুলাই ভোরে ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি.... রাজেউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ডায়াবেটিস-হৃদরোগসহ বার্ধক্যজনিত কারণে বেশ ক’দিন যাবৎ পিজি হাসপাতালে চিকিসাধীন ছিলেন।
আব্দুর রশিদ খান ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত থাকাবস্থায় পাকবাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধে অংশ গ্রহণ করেন। পরে তিনি পাকবাহিনীর হাতে বন্দি অবস্থায় নির্যাতিত হন। মুক্তিযুদ্ধের স্মৃতিকথা মেলান্দহ নামক বইতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
ব্যক্তিজীবনে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ২৬ মার্চ মরহুমের প্রথম জানাজা ঢাকার আশুলিয়ায় অনুষ্ঠিত হয়। ওইদিন বাদ আসর মরহুমের ২য় নামাজে জানাজা শেষে বানিপাকুরিয়া গ্রামের বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।