জামালপুর সংবাদদাতা: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রী ইস্মিতা জাহান যুথির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। যুথি কাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
২৩ জুলাই রাত ৯টার দিকে পৌরসভার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কোয়াটার থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। তার পিতার নাম বুলবুল আহমেদ।
যুথির মা নাছরিন বেগমরে দ্বিতীয় হয় সাপমারী এলাকার মোশারফ হোসেনের সাথে।মোশারফ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চতুর্থ শ্রেণীর কর্মচারী। তারা ওই কোয়াটারেই থাকতেনে। এ নিয়ে যুথির সৎ পিতা ও মায়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
আরও পড়ুন:
স্থানীয়রা জানান- রাত ৯টার দিকে যুথিকে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে রুমের ভিতর টর্চের আলোতে দেখা যায় জানালার গ্রীলের সঙ্গে জুথির ঝুলন্ত অবস্থায় রয়েছে।
দ্রুত জুথিকে নামিয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান. লাশের পায়ে ও থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।