সেবা ডেস্ক: জামালপুরের মেলান্দহে ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
দোস্ত এইড সোসাইটি বাংলাদেশের আয়োজনে ২৩ জুলাই সকাল ১১টায় উমির উদ্দিন পাইলট স্কুল মাঠে এক আলোচনা সভার মাধ্যমে এ বিতরণ সম্পন্ন হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আলমগীর। দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর ইসলাম চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
সুদমুক্ত ঋণ বিতরণ:
একই দিনে মেলান্দহে ১৩ জন হতদরিদ্র ব্যক্তির মাঝে ৭ লাখ টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। দুপুর ১টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও এস.এম. আলমগীর, সমাজসেবা অফিসার আরিফুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।