কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামী শামছুল হককে গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার দুর্গম এলাকা চরগিরিশ ফ্লাড সেন্টার বাজার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন এলাকাবাসীর আয়োজনে ঘন্টাকালবাপী অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে অভিযুক্ত শামছুল হককে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দেবার জোর দাবী জানান এলাকাবাসী।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক আব্দুল বারী বলেন, একজন ষাট বছর বয়সী মানুষ কি করে অবুঝ শিশু বাচ্চার উপর পাশবিক নির্যাতন করতে পারে? আর যে করেছে সে মানুষের পর্যায়ে পড়ে না। থানা পুলিশের প্রতি আহবান জানাচ্ছি দ্রুততম সময়ের মধ্যে ওই মানুষরূপী অমানুষটাকে ধরে আদালতে সোপর্দ করুন।
আরও পড়ুন:
সমাজসেবক আমিনুল ইসলাম বলেন, এমন চরিত্রহীন ব্যক্তির আমরা ফাঁসি চাই। অন্যদের শহিদুল ইসলাম, পলাশ মাহমুদ, রবিউল ইসলাম, কামাল পাশা, সুমন মিয়া বক্তব্য রাখেন । মানববন্ধনে মসজিদের ইমাম, শিক্ষক, সমাজসেবকসহ সাধারণ পেশার প্রায় তিনশ মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে চরগিরিশ ইউনিয়নের গিরিশ বাজার এলাকার ৫ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতন করে একই এলাকার বংশী মন্ডলের পুত্র শামছুল হক (৬০)। এই ঘটনায় গত বুধবার (২ জুলাই) কাজিপুর থানায় একটি এজাহার দায়ের করেন ভুক্তভোগী শিশুটির মা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।