বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বর্ণ্যাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুরে বকশীগঞ্জ মোড়ে অবস্থিত উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।
আরও পড়ুন:
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা জামায়াতের আমীর মো. শফিকুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, সাবেক অধ্যক্ষ হাসান বিন রফিক, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম।
এসময় বক্তারা বলেন, উপজেলা প্রেসক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। ভবিষ্যতেও যেকোন ক্লান্তিলগ্নে জনস্বার্থে সাংবাদিকতা করার আহবান জানান। তারা গণমাধ্যমকে দেশের যেকোন প্রয়োজনে সাহসী ভূমিকা রাখার অনুরোধ জানান। পরে নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।