লিয়াকত হোসাইন লায়ন: গাজীপুর চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টাস সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনা জড়িতদের দৃষ্টান্তম‚লক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের ইসলামপুর প্রেসক্লাব আয়োজনে প্রেসক্লাব সড়কে শনিবার (৯আগস্ট) মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফিজ লিটন এর সঞ্চালনায় এতে সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, মোহনা টিভি প্রতিনিধি ওসমান হারুনী, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আলমাস হোসেন আওয়াল, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি এসএম হোসেন রানা, দৈনিক যুগান্তর প্রতিনিধি রহিমা সুলতানা মুকুল বক্তব্য রাখেন।
বক্তারা হত্যায় জড়িতদের দৃষ্টান্তম‚লক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।