উল্লাপাড়ায় নানা কর্মসূচীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Seba Hot News : সেবা হট নিউজ
0

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস ও স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের এক বছর পূতি উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা ও বর্তমান সরকারের সিদ্ধান্তকে সংহতি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫ আগষ্ট উদযাপন করেন।

উল্লাপাড়ায় নানা কর্মসূচীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত


মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। 


কর্মসূচিতে থানা মোড় চত্বরের শহীদ মিনারের পাদদেশে সকাল ১০ টায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন। পরে পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।


আরও পড়ুন:



সকাল ১১ টায় উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য এম আকবর আলীর নেতৃত্বে স্থানীয় সরকারি আকবর আলী কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কলেজ মাঠে এসে শেষ হয়।


বেলা ৩ টায় উপজেলা বিএনপি'র আয়োজনে উল্লাপাড়া পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও উল্লাপাড়া সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য   কে এম শরফুদ্দীন মঞ্জুর সভাপতিত্বে জুলাই শহীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মোঃ ছাইদুর রহমান বাচ্ছু। পরে পৌরশহরের প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। 


বিকেল ৪ টায় পৌরশহরের উম্মুক্ত মঞ্চে উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আমিনুল সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশের সাবেক ডিআইজি, বিএনপি দলীয় পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশি জননেতা খান সাঈদ হাসান। পরে একই মঞ্চে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের নিয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top