লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ লিটনের কবর পূস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
![]() |
ইসলামপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ লিটনের কবরে পূস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন |
মঙ্গলবার (৫আগস্ট) চিনাডুলি ইউনিয়নের খামারপাড়া গ্রামের শহীদ লিটনের কবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া-মোনাজাত করা হয়।
এ সময় ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসান, সহকারী কমিশনার ভূমি রেজুয়ান ইফতেকার, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আ.ফ.ম আতিকুর রহমান,উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদুর রহমান এ সময় বলেন- শহীদ লিটন পরিবারকে ইতিমধ্য জুলাই ফাউন্ডেশনে,জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থিক সহায়তা এবং তার কবর ও বাড়ী যাতাযাতের জন্য সড়ক নির্মান করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে,শহীদ লিটন গত বছর ২০ জুলাই ঢাকার মধ্য বাড্ডার রিচম্যান গার্মেন্টস থেকে দুপুরের খাবারের জন্য সড়কে বের হলে গুলিতে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে নিহতের ভাই ইমন নিশ্চিত করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।