আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে নারী প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে জামালপুর হ্যান্ডবল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা এই প্রীতি হ্যান্ডবল ম্যাচ আয়োজন করে।
ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমের সভাপতিত্বে জেলা প্রশাসক হাছিনা বেগম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন:
এ সময় বক্তারা বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে নারী হ্যান্ডবল ম্যাচ আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।
নতুন বাংলাদেশ গড়তে নারীদের এগিয়ে আসতে হবে। জুলাই আন্দোলনে নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিলো, তাই ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত রাখতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদা অক্ষুন্ন রাখতে নারী খেলোয়াড়দের অনুশীলন চালিয়ে যেতে হবে। পরে জেলা ক্রীড়া সংস্থার সবুজ দল ও গোলাপী দলের মধ্যে প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় ১০-৬ গোলের ব্যাবধানে সবুজ দলকে পরাজিত করে বিজয়ী হয় গোলাপী দল।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকারের উপ পরিচালক এ. কে. এম. আব্দুল্লাহ বিন-রশিদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তৌহিদুর রহমান রামিম, সাংবাদিক আসমাউল আসিফ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।