শফিকুল ইসলাম: ৫ আগষ্ট আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতন ও সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলার রৌমারীতেও ছাত্রজনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপূতিতে বিজয় র্যালি উদযাপন করেছেন উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠন, জাময়াতে ইসলামীসহ অঙ্গসংগঠন ও ইসলামী আন্দোলন।
এসব রাজনৈতিক দলগুলো তারা পৃথক পৃথক কর্মসূচী পালন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা বিএনপি’র সকল অঙ্গসংগঠনগুলো রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হয়। সেখান থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে পথ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএপির সদস্য মো. আজিজুর রহমান, উপজেলা বিএনপির আহŸায়ক মো.আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ন আহŸায়ক মো. রাজু আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহŸায়ক রবিউল ইসলাম রানা, ছাত্রদলের আহŸায়ক নাজমুল হাসান রানাসহ অনেকেই।
আরও পড়ুন:
অপর দিকে সকাল ৯ টায় একইভাবে জামায়াতে ইসলামী তাদের দলীয় কর্মসূচী শেষে উপজেলা চত্বরে পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা আমির হায়দার আলী, সেক্রেটারি শাহাদত হোসেন প্রমুখ।
ইসলামী আন্দোলন বিভিন্ন কর্মসূচী শেষে পথ সভায় বক্তব্য রাখেন, ২৮-কুড়িগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী ও প্রভাষক মো. হাফিজুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ, যাদুর চর ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা মো. আহমেদ সোলাইমান, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মো. রেজাউল করিম আকন্দ প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।