মো: শাহ জামাল, জামালপুর সংবাদদাতা: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামের লোকজন এক ভারতীয় নাগরিক কৃষ্ণ রাওকে পুলিশে সোপর্দ করেছে।
![]() |
দেওয়ানগঞ্জে ভারতীয় নাগরিক কৃষ্ণ রাওকে পুলিশে সোপর্দ |
২৯ সেপ্টেম্বর দুপুরের দিকে ওই নাগরিক স্থানীয়দের হাতে আটক হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্থানীয়দের মাঝে সন্দেহভাজন মনে হলে পুলিশকে খবর দেয়া হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসাইন জানান, ভারতীয় নাগরিক কুড়িগ্রাম জেলার রাজিবপুর অংশে ঘুরতে ঘুরতে বাংলাদেশে প্রবেশ করেছে। তাকে ভারসাম্যহীন মনে হয়েছে।
জিজ্ঞাসাবাদে নিজেকে কৃষ্ণ রাও, পিতার নাম বিহারী রাও এবং মাতার নাম দেওকালি রাও পরিচয় দিয়েছে। ভারতের জলপাইগুড়ি জেলার হসপিটাল রোডের পিছনে পানাবস্তি তার বাড়ি বলে জানান কৃষ্ণ।
আটক কৃষ্ণকে বাঘারচর বিজিবি ক্যাম্পের মাধ্যমে বিএসএফের কছে হস্তান্তর করা হয়েছে।
দেওয়ানগঞ্জ নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।