লিয়াকত হোসাইন লায়ন: জামালপুর পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম সেবা বলেছেন,পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বদ্ধ পরিকর। দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বীরা যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন সে লক্ষ্যে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
![]() |
পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বদ্ধ পরিকর- পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম সেবা |
তিনি রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে জামালপুরের ইসলামপুর পোদ্দারপাড়া পূজামন্ডপ, রাধা গোবিন্দ জিউর মন্দির সহ বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন এ সব কথা বলেন।
তিনি বলেন পূজাকে ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই। তবে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকান্ডে সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্যে প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ জানান। সর্বাত্তক সহযোগীতা আশ্বাস দিয়ে এবং স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও তৎপরতা থাকার নির্দেশ প্রদান করেন।
এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান, অফিসার ইনচার্জ আ.স.ম. আতিকুর রহমান, বিএনপি নেতৃবৃন্দ,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইসলামপুর নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।