সেবা ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরে ঘটে গেল এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। বাগেরহাট পৌর শহরের হাড়িখালি এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন স্থানীয় সাংবাদিক এবং বিএনপি নেতা এ এস এম হায়াত উদ্দিন (৪২)। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
![]() |
নিহত সাংবাদিক এবং বিএনপি নেতা এ এস এম হায়াত উদ্দিন |
শুক্রবার সন্ধ্যায় হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ের একটি চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে দুটি মোটরসাইকেলে করে আসা চার থেকে পাঁচ যুবক অতর্কিতে হায়াত উদ্দিনের ওপর আক্রমণ করে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় এ এস এম হায়াত উদ্দিনকে দ্রুত বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত হায়াত উদ্দিন বাগেরহাট পৌর শহরের উত্তর হাড়িখালি এলাকার বাসিন্দা ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বাগেরহাট পৌর বিএনপির রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত পৌর বিএনপির সম্মেলনে তিনি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হন। এর আগে তিনি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যও ছিলেন।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, এ এস এম হায়াত উদ্দিন মাদক ব্যবসা, ঠিকাদারি কাজের মান ও রাজনৈতিক দুর্বৃত্তায়নসহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত সরব ছিলেন। তবে তাঁর বিরুদ্ধেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলাও আছে। উল্লেখ্য, কয়েক মাস আগেও একবার তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছিল।
এই হত্যাকাণ্ড প্রসঙ্গে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান জানিয়েছেন, হত্যাকাণ্ডের পেছনের আসল কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।
এই নৃশংস ঘটনাটি বাগেরহাটের স্থানীয় সাংবাদিক মহল ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফেলেছে।
বাংলাদেশ নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।